বিকল্প রথ দাঁড়িয়ে আছে পথে
টানের আয়ু মিলিয়ে গেলে নীলে ,
নীলাম্বরী সাজতে পারে অলি
শূন্যতাকে সময় নেবে গিলে ।
সময় বড় ছটফটে ক্ষুর-জিন
এবং ভুলো অতীত উদাসীন ,
শোকের গন্ধ মোছাতে ওস্তাদ
মুহুর্মুহু পাল্টে ফেলে দিন ।
নীলাম্বরী আসছে এলো- বীণে
সুর ভরালো শুভ্র সময় ডালি ,
কখন সময় পালিয়ে যাবে দূরে
তাই রেখেছি পূর্ণিমা একফালি ।