তোমায় দিলাম লক্ষ আকাশ পেড়ে
গুছিয়ে নিও নিজের মতো করে
টুকরো তাক কিম্বা বইয়ের ভাঁজে
কাজ কিম্বা অবসরের মাঝে
যা খুশি রঙ দিও নাম দিও তার
প্রেম দিও সরিয়ে কাটার পাহাড়
বিলিয়ে দিলাম লক্ষ জনম তোমার নামে
সুখ পাখি দের ঝাঁক দিলাম আকাশ খামে
তোমায় দিলাম লক্ষ আকাশ পেড়ে
গুছিয়ে নিও নিজের মতো করে
টুকরো তাক কিম্বা বইয়ের ভাঁজে
কাজ কিম্বা অবসরের মাঝে
যা খুশি রঙ দিও নাম দিও তার
প্রেম দিও সরিয়ে কাটার পাহাড়
বিলিয়ে দিলাম লক্ষ জনম তোমার নামে
সুখ পাখি দের ঝাঁক দিলাম আকাশ খামে