দিশা হারায়ে যে নাবিক দেখেছিল তারে–
একদিন,হয়ত কোনো একদিন অন্ধকারে!
দারুচিনি দ্বীপ ও অপেক্ষায় ছিল,
হয়তবা তারে বুকের গভীরে রেখেছিল।
শ্রান্ত পাখির দল,কুলায় ফেরে–
পৃথিবীর রং ধুসর ডানায় মেখে!
জোনাকির নীলাভ আলো নেভে জ্বলে,
সন্ধ্যার আধাঁরে মিশে থাকে স্তব্ধ হৃদয়!
ক্লান্ত পথিক এক , দিশাহীন পথ চলে–
দূরে বহুদূরে বনলতা সেন নীরবে কাঁদে!