স্বপ্নের দুই প্রান্তে দু’জনের দু’দুটি রুদ্ধশ্বাস
চোখ ও মুখ,তীব্র আসক্ত ও ঘর্মাক্ত
অথচ দু’জনেই পরস্পরের প্রতি তীব্র স্মৃতি বৎসল
যেন নির্নিমেষ মুগ্ধতা ও নির্বিকল্প ভালোলাগার ভেতর
খানখান হাসিতে যেন মেতে ওঠেছে আলোর অক্ষর
আর অক্ষর আকুলতার ব্যাকুল মুহূর্ত ঘিরে
যেন কত যে ঝুঁকে পড়া সে অনন্ত সোহাগ
চোখে চোখ ভাসে ,ভেসে ওঠে সমুদ্রের নীল ঢেউ
চোখ থেকে গড়িয়ে নামে রঙিন বসন্ত
বুকের ভেতরে তবুও হু হু হাওয়া অবিরত
পেছনে ফেলে আসা দিনগুলো ডাকে কাছে
খুবই ডাকে নিচু স্বরে নিরিবিলি
স্বপ্নের দুই প্রান্তে ওঠে আসে দীর্ঘ মরুঝড়
ভালোবাসা যে কী ভয়ংকর অস্থিরতার
কী যে ভয়ংকর উৎকন্ঠার আর আশংকার
সেই জানে যার শরীরে বয়ে যায় সেই
অবিশ্বাস্য স্রোত ও ঝড়ের প্রলয়
অথচ জীবনের নামই তো ভালোবাসা
আর ভালোবাসার নাম জীবনের কবিতা
এই যে অসম্ভব উত্তেজনাময় একটা গভীর অনুভূতি
একটা উপলব্ধির অদ্ভুত মুহূর্তের ঘোর
তাকে ঘিরেই নিবিড় নিবিষ্টতা,আচ্ছন্নতা
তাকে ঘিরেই যত নষ্টালজিয়া,নিহিত মর্মর ।