ছায়া দীর্ঘ হতে হতে একসময় মিলিয়ে যায় অতলান্তে,
শেষের প্রত্যন্ত বেলায় সময় আঁকড়ে ধরে রাখে ম্লান আলো,
শূন্যতার চেনা প্রহরে
মেলে না কোনো সমীকরণ,
তবু শেষ সময়টুকুতে ঋণ পরিশোধ করে দিনের রাশিকৃত ধার……….
জীবন, দর্শনের পুরোদস্তুর এক অখন্ড অধ্যায়,
বিভিন্ন অনুচ্ছেদ মিলে সমগ্র ব্যকরণ,
সহজ সরল কিছু পঠিত,
জটিল বেশীরভাগ, তাই অপঠিত,
অক্ষর জুড়ে জুড়ে শব্দ,
শব্দ সারিবদ্ধ হয়ে হয় বাক্যে উত্তরণ……….
কথায় প্রেক্ষিতে স্ফীত হয় নাবলা কথাভার,
তবু কিছু সয়ে যেতে হয় ঘাড় গুঁজে,
প্রগলভতার নাভিমণ্ডলের বৃত্ত ছুঁয়ে ওত্ পেতে থাকে অপেক্ষার ঘন্টাধ্বনি।
অবিন্যাসে পথ হারায় ছন্দ-
কিছু প্রতিশ্রুতি রয়ে যায় শুধু নিষ্ফল শব্দ হয়ে….