ফাল্গুনী হাওয়ায় রাঙা পলাশের উদ্ভাস,
কামনার রঙে রাঙানো উচ্ছ্বসিত যৌবন,
অণুভবে মিলণোন্মুখ মনোবীণা!
রন্ধ্রে রন্ধ্রে উপেক্ষার আর পরাজয়ের বহ্নিজ্বালা,
মধ্যরাত্তির গাঢ় অন্ধকারে তারই অণুরনন।
সন্তপ্ত প্রকৃতির চাই বৃষ্টি ,প্রবল জলোচ্ছ্বাস,
কত তাপ পরিতাপ! বুকের ভেতর , অসহায় নিবেদন,
প্রবল সন্তাপে সব ভেসে যায় ,
বুক ফাটে নীরব অভিমানে !
ঐশ্বর্যময়ী প্রেম লুটায় মাটিতে আজ,
নৈবেদ্য-সম্ভার ছড়িয়ে পড়ে কুণ্ঠিত লজ্জায়!
ব্যর্থতার লজ্জা ঢাকে গাঢ় অন্ধকারে ।
পড়ে রয় দুঃখ-বেদনা শোক,নিষ্ফল ক্রন্দন।
বৈধতার পরাজয়,অসহায় উপেক্ষার কাছে!
জ্বললো না আলোর দীপ, অমলিন শয্যায়।