প্রিয় নিষিদ্ধ পুরুষ ,
সমাধানহীন সমীকরণ সজ্জায় আমি সামাজিক
তবুও কেন কানে বাজো বারবার , নিষিদ্ধ পুরুষ !
আমি তো গিয়েছি কুঞ্জে কবিতার বেশে
অমরতা পেয়ে গেছি অক্ষরধামে ,
স্বর্গধাম কৃষ্ণনাম চাই না আমার
পদাবলী শ্রীকৃষ্ণ লেখেনি কখনও ।
আমার হাসিতে ফোটে কী ?
আমার কন্ঠে ঝরে কে ?
আমার শরীরে গন্ধ কার ?
আমার দৃষ্টি দাঁড়ে বৃষ্টি ঝোলে কেন ?
সব সব সব জানে তোমার কল্পনা ।
আমি তোমার কল্পনার প্রেমে রাধা নয়
নিষিদ্ধ প্রেমিকের বিশুদ্ধ প্রেমিকা হয়েছি ।
তাই স্বর্গে নয় , কৃষ্ণে নয়
শুধু তোমার কবিতা হতে চাই বারবার ।
এটুকুই স্বপ্ন সুখ , তুমিও তো তাই মানো কবি ।
রাখি তবে , পরে কথা হবে , ভালো থেকো , বেশ !
ইতি
উদ্দিষ্ট রমণী