কারোর কারোর হাত পাতাটা স্বভাবসিদ্ধ হয়ে
জ্বলজ্বল করে ধ্রূবতারার মতন।
নিজের ওপর নির্ভরতা গোল্লায় দিয়ে
বাঁচাটা যেন একমাত্র সম্বল।
এতে কতটা কতটা প্রসাদ মেলে?
এতে কি বিশ্বাসটা যায় না জলে?
তাতেই দিনরাত্রি সন্তরণের সাধনায়
নিজের পায়ে কেন কুড়ুল মারে?
লা-জবাব এমন ধরণের মানসিকতায়
জীবনযাপনে আসতেও পারে ঝড়।
তখন ভাগ্যের নামে অসংখ্য দোষারোপে
আগলাতে ব্যস্ত নিজস্ব ঘর।
নিজের ক্ষমতাকে অন্ধকারে ডুবিয়ে রেখে
পরনির্ভরতায় বাঁধতেও পারে অনেক গোল।
কারোর কারোর তবুও চেতনায় ফেরে
আগামীতে সঠিক পথে পদসঞ্চালন!
বেঁচে ওঠা একটা মানুষের এভাবেই
জীবনে সত্যিকারের মেলে শুভ পল।