এমন বুলবুল এলে পড়ে
শব্দেরা এসে ভীড় করে
কল্পনার তুলিতে রং ভরে
ভাবনারা সব আসে উড়ে
আগুনের গোলা মনের ভিতরে
বললে কে যেন চিৎকার করে।
এ যে দেখি ছাই চাপা আগুন
অসময়ে বাতায়নে এমন ফাগুন?
জহুরীর চোখ নজর কাড়ে
ছাইয়ের গাদায় ফুঁ মারে
দেখতে পেলাম সত্যি বঁধু
বুঝলাম আমি তাকে শুধু
গলিয়ে দিলে লৌহ কঠিন হৃদয়
শুনতে চাও কি মনে হয়
উঠবেই জ্বলে সে দীপ্ত আভায়
সরেছে ছাই যদিও অসময়।
কেমন সে আঁচ গনগনে না নীলাভ
নাকি লালচে আভায় আর
উজ্জ্বল লেলিহান শিখায়?
ছুঁয়ে দেখেছো কি সে তাপ
পোড়া গন্ধ বাতাসে ছড়ায়?
আমি তো থাকি নিরুত্তাপ।