শোক পুষে আর কি লাভ?
মনের কষ্ট পাথর ক্রমশঃ স্ফীত হয় ফুলেফেঁপে;
ঘূর্ণিঝড়ে উড়ে যাক হারানোর জগদ্দল পাথরের চাপা বেদনা,
না হয় সইয়ে নেব ধ্বংস পরবর্তী ব্যবচ্ছেদ।
আছড়ে পড়ে বেহিসেবী ঢেউ অব্যক্ত যন্ত্রণায়,
পাড় ভাঙা আক্রোশে ঝরে তটবালির ঝড়,
নেমে আসে মায়াবী জোছনা সর্বহারার আলপথে,
জলোচ্ছ্বাসে খুঁজে নিই প্রাণপণে প্রত্যয়ী সন্ধিক্ষণে…..
মুহুর্তরা আচমকাই আসে সমবেত আলোছায়ায়,
ইচ্ছের ক্যানভাস অপেক্ষায় থাকে রংতুলির ছোঁয়ায়,
কেটে যাক মনখারাপের নির্লিপ্ত নিরুত্তাপ প্রহর,
বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে খাবি খায় অন্তহীন অঙ্গীকার।
মুখের আদল খুঁজে চলি মুখোশের আড়ালে,
হৃদয়ের ভাঁজের ভাগশেষে আজও কল্পনা জাল বোনে।