বর্ণালী ময়ূরের রঙ নিয়ে ধানসিঁড়ির
বুকে জলছবি এঁকে এঁকে পৌঁছে
যাই বার্ড স্যাঙচুয়ারিতে আলোর
পাখির খোঁজে।
বনস্থলীর নির্জনে শব্দ দিয়ে রূপে ভাসে
মাঝরাত্রির কুয়াশার অহংকার।
অভিভূত জপমালা ঘুরিয়ে, বঞ্চনার
জমা ছাই উড়িয়ে খরস্রোতা
নদীজলে স্নান করি!
বিশ্বস্ত আকাশ,গায়ত্রী সকালের মনোরম
দৃশ্যাবলী আর সুন্দরের সমাস নিয়ে
নীল উপত্যকায় ফের ঘর বাঁধি-
শ্যামলী বনানী ঘর!
গাঢ় গ্রহস্থলীর বিচিত্র রসায়নে
শুনি জ্যোতির্ময় অলৌকিক স্বর।
সুখ দুঃখের বিস্মৃত জীবনে প্রগাঢ় উচ্চারন
চাঁদের আলোতে গাছের শিহরণ
বিলুপ্ত বাগানে নবতম করবী বিন্যাস
জীবনের অমল চোখে খোঁজা নিরন্তর!