পলকহীন দৃষ্টির সীমা বরাবর,
দিগন্ত ছুঁই ছুঁই একফালি নিসর্গ,
মনের অজান্তে গভীর মনোযোগী চিত্রকল্প,
মেধাবী ব্যকরণে শিক্ষানবিশ অকৃত্রিম প্রাকৃতিক আঁচল।
স্বপ্নেরা ফিরি করে চিলেকোঠার বারান্দায়,
অবাধ নিগূঢ় মায়া ভীড় করে কল্পনায়,
অনুরাগের খোলা আকাশের নীচে একফালি চাঁদ,
অজান্তে নেমে আসে হৃদয়ের মনজমিনে।
আকাশের নীলরঙা আস্কারাতে বেমালুম মন,
বহু যোজন দূরে রয়েছে থাক,
ঝরাপাতার বিবর্ণ ইচ্ছেরা ঘুড়ি উৎসবের কথা বলুক-
অপূর্ন শব্দের নিখুঁত উচ্চারণে লিখে চলে প্রতিশ্রুতির স্বরলিপি,
অজান্তেই ভালোবাসার গানগুলো উষ্ণতা ছড়ায়, নিবিড় ঘন নিঃশ্বাসে,
পাঁপড়ি মেলে উচ্ছাসে,
একনিষ্ঠ মন্থনে………