ছায়া শুষে শুষে মহিরুহ,
এখন আমার পালা
অতীত এর মৃতদেহে –
কেতকী করবী।
আমার হলুদ কৌটো-সোনা বউ
লবন দানী-শঙ্খ চিল,
পচন ধরেনি তাই ফুসফুসে।
শুধু চাঁদের ঘুম ভাঙলে
মাথায় হাত বুলিয়ে –
সে যেন বলে,
আশীর্বাদ রইল যাপন যুদ্ধে জয়ী হওয়ার
নিশ্চন্তে বন্ধ হল দুটি পাতা।
পুবে জন্ম নিল নিপুণ পরীক্ষক,
প্রস্তুত।