এই যে তোমরা তুচ্ছ কথায় এমন লড়াই করো
বিক্ষোভ আর বিভেদনীতির ঘৃণ্য পথটা ধরো ,
নষ্ট করো সম্মান আর সরকারী সম্পত্তি
লাভটা কি হয় এমন করে ? বলতে পারো সত্যি ?
পাও কি শান্তি ? মনের আরাম ? আত্মা কি হয় তৃপ্ত ?
পাও না জানি তাইতো এবার কণ্ঠটা হোক দৃপ্ত ।
দৃপ্ত কণ্ঠে গাও তো দেখি সৌহার্দ্যের গান
নিপাত যাক অসহিষ্ণুতা , অহং , অভিমান ।
জোরদার হোক সম্প্রীতিটা ধৈর্য হোক দৃঢ়
বিবেকটাকে জাগিয়ে তুলে হতেই পারো হিরো ,
ভালোবাসার আলিঙ্গনে জাতিভেদ যাও ভুলে
উদগ্র রাগ ঈর্ষা দ্বন্দ্ব শিকেয় রাখো তুলে ,
অন্তর হোক পবিত্র , স্নেহের বসতঘর
আপন করো জগতটাকে কেউ নয় তো পর ,
সহিষ্ণুতা খুলে দিক দ্বার,আলোর জোয়ার আসুক
বিকশিত হোক মানবতা , প্রতিটি হৃদয় ভাসুক ।