নিজের জীবন মানে সেই বিস্ময় যাপন
সেই রুদ্ধ পারাপার মুহূর্ত
যার কালাতিক্রমে শুধু সারি সারি স্তব্ধ অন্ধকারে
যে নিজেকে চিনে নিতে জানে
হাজার অপরিচয়ের ভিড়ে…
নিজের জীবন মানে সেই বিস্ময় যাপনের ভেতর
আত্মপ্রত্যয়ে নিশ্চিত নির্ভিক কালপুরুষ
যে সব পরাজয় জয় করে ঘুরে দাঁড়ায় এসে
নিজেরই দরজায়
ঘুরে দাঁড়ায় সে বিড়ম্বিত সময় পেরনোর অপূর্ব স্পর্ধায়
নিজের জীবন মানে সেই বিস্ময় যাপন
সেই রুদ্ধ পারাপার মুহূর্ত
যার কালাতিক্রমে শুধু অনিবার্য হয়ে ওঠে
এক কঠিন কঠোর ও অকপট তার দয়ার শরীর
যে সহজেই অতিক্রম করে যায় সব শূন্যতা
আর সব ষড়যন্ত্রের মুখোমুখি এসে দাঁড়ায় সে
অবিরাম যুদ্ধের ভেতর নিজেরই কালপুরুষের দিকে ।