এমন নয় যে তুই আমায় চেয়েছিলিস
সারা জীবনভর
এমনও নয় যে তুই আমায় এড়িয়ে চলেছিলিস
যখন তখন ইচ্ছে মতন
কিম্বা আমাকে হয়তো মনেই পড়েনি তোর
কখনও কোনদিন
এরকম ভাবে এই না চাওয়া
বা এই এড়িয়ে না চলা
কিম্বা এই না মনে পড়াগুলোর মধ্যেই
হাত পা ছড়িয়ে আছে অন্যমনস্ক ভালোলাগাগুলোর
একটা অবাধ্য বানভাসি নদী
সময় সময় এই বানভাসি স্রোতে
আর নদীর প্রখর ভাঙনে
অসম্ভব স্মৃতির আঁচড় কেটে যায় ক্রমাগত
আমার দু’চোখে ছড়িয়ে থাকে
তোর সন্ধানী দু’চোখ
ও মায়াবী মুখ
আমি ক্রমশঃ অগোছালো হয়ে ওঠি
আর নিজের মধ্যে নিজেই হয়ে যাই নিখোঁজ ।