খুঁজতে খুঁজতে চোখে কুয়ো গজিয়ে গেলো
বন্দী ব্যাঙের মতো আলোর দৃষ্টি পেতে
চার পা লাফিয়েই আবারও ধপাস্
খুঁজতে না জানলে বোধহয় এমনই হয়
সরসর সরে যাচ্ছে খরগোশ সময়
আর আমি এক বিশ্বাস নামক শব্দের
শিলালিপি উদ্ধার করবো বলে
শতাব্দী শরীর এফোঁড় ওফোঁড় করছি
সীমান্তের গর্ভপাতে উদ্বাস্তুর জন্ম হয় রোজ
নিখোঁজ সত্যের ফাঁকা পাখায় জনপ্রিয় জামিনের ঝড়
পুরোনো কথা সরিৎ সাগর হজম করেছে সভ্যতা
থিতিয়ে পড়া চেতনার চৈতন্য ফেরাতে
নতুন উর্বর নদীর নির্দেশ চাই , মহর্ষি ঈশপ