তুমি নায়ক ছিলে, ছিলে পশ্চিমী এক ঝঞ্জা,
তুমি শক্তি ছিলে আর নাগাল বিহীন মাঞ্জা।
তুমি শক্তিশেল তুমি পাহাড় করেছো জয়,
ওই শত্রু কাছে তুমি ক্ষয়হীন এক ভয়।
তুমি রাজা ছিলে, ছিলে নির্ভীক এক দম্ভ,
তুমি আকাশ সমান সীমাহীন প্রাণকুম্ভ।
তুমি ভরসা ছিলে যেন যুগের শুভযোগ,
তুমি অভয় দিলে আর দূর হল দুর্ভোগ।
তুমি লক্ষ্যভেদী, তুমি সবার অভিমান,
তুমি সূর্য সমান, তুমি ভারত মায়ের মান।
তুমি প্রাণে আছো, আছো রক্ত শিরায় বীর,
তুমি নায়ক আজও এই দেশের কাহিনীর।
তুমি নায়ক ছিলে আছো আর থাকবে