পাঁচ বা কুড়ি বা আশি ; কি’ই বা যায় আসে,
চারদিক হাহাকার আর্তনাদের কান্না ভাসে,
স্বাধীনতা তোমার অধিকার নয়,
দয়া করে দেওয়া ভিক্ষা ,
তা নিয়ে করোনা অহংকার ।
নারীর গর্ভজাত নারী, নারীরই গর্ভজাত পুরুষ,
জন্মের আগের আশ্রয় কে কিভাবে করিস লাঞ্ছিত,
ভ্রুনেই মুছে যাই, মুছে যাই কন্যার মা রূপে,
দগ্ধ হয়ে ছটফটাই
আবার তাদেরই অন্ন জোগাই ।
এবার এসেছে সময়
প্রতিবাদের প্রতিরোধের,
এবার এসেছে সময় জীবন বোধের।
নারী তুমি এবার মানুষ রূপে এসো,
কারো জায়া নয়, কারো কায়া নয়-
নিজের প্রতিবিম্বে এসো।
সবার মঙ্গল চেয়ে চিরকাল উপোসী
নারী, একদিন নিজ মঙ্গল কামনায় পূজোতে বস।
নারী তুমি এবার মানুষ রূপে এসো।