সৃষ্টিটা হয় যাহার গর্ভে
তাঁকেই করো হেলা,
তাঁর স্তনেতে তোমার জীবন
বাঁচলো শিশু বেলা।
নারী মাতা জায়া সুতা
অপার মায়া রাখে,
তবু কেন লাঞ্ছনাতে
ব্যথার কাজল মাখে!
ঘরে- বাইরে অকাতরে
নারীর শোষণ চলে,
সমাজ চিত্র হচ্ছে ধ্বংস
জেনো এরই ফলে।
আজকে নারীর বিচরণ যে
চলছে বিশ্ব জুড়ে,
বোধের ছোঁয়া পুরুষ এবার
জাগাও হৃদি পুরে।
উন্নয়ণের পথটা ধরে
নারীরা আজ চলে,
পুরুষ তাঁদের মানটা দিয়ে
বাড়াও মনের বলে।
সংসার মাঝে নারীর গুণের
নেই যে কিছু তুল্য,
চেতনাতে জাগো পুরুষ
দাও গো নারীর মূল্য।