অভিধান থেকে মুছে যাচ্ছে বিষ
গড়িয়ে পড়ছে রক্তের ফোঁটা
তিক্ততা হয়তোবা অসহিষ্ণুতার নামান্তর
চলো,মেঘলা আকাশ বুকে নিয়ে একটু ভিজে আসি
গায়ে মেখে আসি মেঠো বাতাস
গতকাল উইঢিপি বলে তোমরা যেটা ভুল করেছিলে
সেটা আসলে থেমে থাকা ঈশ্বরের হৃৎপিন্ড
অভিধান থেকে মুছে যাচ্ছে বিষ
গড়িয়ে পড়ছে রক্তের ফোঁটা
তিক্ততা হয়তোবা অসহিষ্ণুতার নামান্তর
চলো,মেঘলা আকাশ বুকে নিয়ে একটু ভিজে আসি
গায়ে মেখে আসি মেঠো বাতাস
গতকাল উইঢিপি বলে তোমরা যেটা ভুল করেছিলে
সেটা আসলে থেমে থাকা ঈশ্বরের হৃৎপিন্ড