একটি পাড়ায় কয়েকটি ছেলে মেয়ে একসাথে বড় হয়
একসাথে আড্ডা মারে, একসাথে মেতে ওঠে হুল্লোড়ে,
একসাথে উঠে বেড়ে
একসাথে স্বপ্ন গড়ে
একসাথে পিকনিকে যায়, একসাথে প্রেমে পড়ে।
একসাথে হয় ওরা ছাত্রনেতা
একই সময়ে ভিন্ন ভিন্ন মঞ্চে ওরা দেয় বক্তৃতা,
ধীরে ধীরে ভাঙতে থাকে ওদের সকল হৃদ্রতা,
জীবনের সংঘাত এসে সামনে দাঁড়ায়
নীতিতে নয় নেতাতেই হয় তাদের পরিচয়।
ভেঙে গেছে আজ শৈশব হতে তিলে তিলে গড়ে ওঠা সকল বন্ধুত্বতা
এখন পরিচয় একটাই ও অমুক, সে তমুখ দলের নেতা।