পুচ্ছ পুচ্ছ আড়ালের বাষ্প জমিয়ে
গুচ্ছ গুচ্ছ মানুষ বরফ
বরফের রক্ত মৃত কানকোর মতো ঠান্ডা
ঠান্ডা আয়ুর হাড়ে বজ্র কেন
আলেয়াও অন্ধ হয়ে যায়
যাই বললেই তো আর সভ্যতার শতাব্দী
শ্রম ছেড়ে যাওয়া যায় না
না এর শেষে শুরুর স্তন্যপান করিয়েছিলো
আমাদের আমিষাশী ডাইনোসর শোক সিন্ধু জল
জলের জীবনী পড়ো
আবদ্ধ নয় উদ্বায়ী নয়
মুক্ত অনর্গল ভাসাও আড়াল
আড়ালের ডালে বসে কালিদাসী উপমা ঠুকো না
নাইওরি নাইওরে এসো
আউলিয়া নদী বহমান