খুশির বীনে আনন্দ ঢেউ
সাজে ধরার বুকে,
নববর্ষে করতে বরণ
অর্ঘ সাজায় সুখে।
ফুলে ফুলে দুলে দুলে
নাচে শিশু গানে,
ঢাকের বাদ্য মাদল তানে
সাড়া জাগে প্রাণে।
বাউল মাতে একতারা তে
কৃষ্ণ প্রেমের গানে,
নববর্ষের আনন্দ যে
খুশির বার্তা আনে।
রকমারি রান্না বান্না
চলছে ঘরে ঘরে,
ইলিশ ভাজা পাঁঠার মাংসে
জিভের জলটা ঝরে।
নববর্ষ এলে সবাই
নতুন জামা পরে,
হালখাতায় খাও মিষ্টি সন্দেশ
মন খুশিতে ভরে।