ক্লান্তির ঘোমটায় বড় বেমানান তুমি
জীবনের আঙিনায় তুমিই ছিলে টিম লিডার
আমরা তোমার সহকর্মী,অনুচর।
তোমার মুখে ভাঙ্গনের কথা মানায় না,
এতো দিন প্রতিটি টুকরোকেই
পরম মমতায় জুড়ে-জুড়ে রেখেছো স্বস্থানে।
কি এমন হলো ,কোন দুদৈবপাকে
বেলাশেষে কঠিন আবরণে আবৃত করছো নিজেকে।
কাঠিন্য ভরেছে তনু,মন-প্রাণ,কোথায় সেই আহ্বান
আজ আর জ্যোৎস্নার আলো পরেনা ও মুখে।
তবে কি খেলা ভাঙার খেলা হয়েছে শুরু
ছন্দহীন গদ্যময় কবিতায় হবে রুদ্ধ ভৈরবীর জয়গান ?
তোমার ঘুমন্ত মুখ তমসে জাগায় প্রাত্যহিক
আমি আজও খুঁজে যাই আঠারোর যৌবন উচ্ছল প্রশান্তি।
তোমার পক্ক আলোক সরিয়ে কুঞ্চিত কপোল আজ –
আমাকে মাতৃত্বের শাসন দেখায়,রোমাঞ্চিত এ মন ,এ নবনীড়ে নব সোহাগে আমি চমকিত,আবেগে তোমার নবরূপ –
আঁকড়ে ধরি-, আনন্দাশ্রু ভাসায় শ্রীমুখ,ভালোবাসি, ভালোবাসি।