বছর অন্তে প্রণাম জানাই সকল গুণীজনে
নতুন বছর হোক শুরু হোক ,সুখ- শুভাগমনে।
ভালো থাকুক ,হাসতে থাকুক,লেখায় থাকুক মন
হিংসা-দ্বেষ মুক্ত থাকুন সকল সুহৃদ,স্বজন।
ঠাকুর ঘরের দরজা খুলুক ভক্তিপূর্ণ মনে
ভোরের আকাশ পূর্ণ থাকুক উদার হৃদিসনে।
সম্বৎসর প্রেম বুকে থাক,থাকনা হাতে-হাত
শোক-দুঃখ দূর হয়ে যাক,হয়না যেন অপবাদ।
যশের লোভে ছুটছে দেখি কতই ভালো মানুষ
যা ইচ্ছা বলছে ভ্রমে ,ওড়ায় সুখের ফানুস।
আপন-পর ভুলছি হায়, ভাঙচি সুখের ঘর
মানুষ চিনতে ভুল হয়ে যায় ,ভুলছি আপন-পর।
নুতন বছর আসুক ধরায় গড়তে নতুন মন
এই আঁধারে বন-বাদারে গড়বো নব ভুবন।
লক্ষী-সোনা ভাই-বোন আমার নয়ন মেলে দেখো
যেকয়দিন আছি হেথায় হৃদয় জুড়ে রেখো।