আকাশটা মনে হচ্ছিলো ফের লাল হচ্ছিলো,
পুরোনো দিনের কথা গুলো মনে
পড়ছিল,
যখন চারপাশের পরিবেশ পরিস্থিতি স্বচ্ছ ছিল,
সকলে মনের সুখের আনন্দে
মাতোয়ারা ছিল,
পশুপাখি, বাতাস, নদী নতুনের অপেক্ষা করছিলো,
সমুদ্রের ঢেউয়ের উচ্ছলতা সৈকত ভাসিয়ে দিচ্ছিলো,
হঠাৎ নিঃশব্দে একটা কালো মেঘ আকাশ ছাইলো,
সমস্ত আশার আলো মুহূর্তে নিভে গ্যালো,
অর্থনৈতিক সুবিধা যেমন অনর্থ
তৈরী করে,
নিরাশার কালো মেঘ তেমনি সমাজকে দৈন্য করে ,
অত্যাচার, অনাচার,
কুশিক্ষা,ব্যাভিচার রোজ বাড়ছে,
আকাশে শকুনের দল, মরা গরু
খুজেঁ চলেছে,
তবুও সকলে নতুন আলোর সন্ধানে অপেক্ষায়,
বাউল মুক্তির গান বাঁধে নতুনের আশায়,