ওহে বাঙ্গালী, কি পেলে ?
কেন ? দয়া ভিক্ষা;ঘৃণা ;অপমান;লাঞ্ছনা গঞ্জনা আর কি ?
গণতন্ত্রে তোমার স্থান কোন জায়গায় ?
গণতন্ত্র ?
সেটা আবার কি ?
আমি বুঝি ষড়যন্ত্র আর নেতার মন্ত্র
তাই নাকি ?
হ্যা তাই।
তবে তোমার আর কোন সমস্যা নাই
তা…. হে বাঙালি ,
তোমার আগামী প্রজন্মের কথা তুমি কিছু ভাবলে ?
আমি আর ভেবে কি করব ?
তখন যে থাকবে সে ভাববে …
এটা কোন কথা হলো ?
তুমি তো তার অভিভাবক —–
তোমার কোন দায় দায়িত্ব নেই ?
দায়-দায়িত্বের গুলি মারি, আগে তো পেট পুরে খেয়ে নিই
বাহ বাঙালি, বাহ,
তুমি না একসময় স্বাধীনতা সংগ্রামী ছিলে ?
বিশ্ব জুড়ে তোমাদের নাম ছিল…
তবে কি আজকের বাঙালি আর সেই বাঙালি এক নয় ?
না, একদমই এক নয়
তখনকার বাঙালিরা দেশের জন্য নেতা হয়েছিল
নেতা হতে গিয়ে তারা সংসার ঘরবাড়ি হারিয়েছিল
আজকের বাঙালি নেতারা বিয়ে না করলেও অনেকগুলো বউ হয় তাদের
নেতা হলেই তাদের অনেক টাকা কড়ি ;গয়না বাড়ি
বাঙালি এখন এক ধান্দাবাজের নাম
আপনি একজন বাঙালি হয়ে এরকম বলতে পারলেন ?
হ্যাঁ পারলাম।
আমি বাঙালি বলেই বলতে পারলাম,
কারণ আমি প্রতিমুহূর্তে; প্রতিদিনে দেখতে পাচ্ছি
প্রত্যেক বাঙালির ঘরে ঘরে কিভাবে গৃহ রাজনীতি ছড়িয়ে পড়ছে
কিভাবে বাঙালিদের শিশু মস্তিষ্কের ভিতরেও রাজনীতি বাসা বাঁধছে
কিভাবে বাঙালি বাঙালি গৃহযুদ্ধে জর্জরিত হচ্ছে
আজকের দিনে বাঙালিদের কোন জাতীয়তা চেতনা নেই,
তাদের নেই কোন সামাজিক দায়বদ্ধতার পরিচয়
কিছু বাঙালি শিক্ষিত হলেও তাদের জ্ঞানের অভাব
পারদে পারদে চোখে পড়ছে বাঙালির দূরদর্শিতার অভাব
এভাবেই বুঝি বাঙালি জাতির এক দিন ধ্বংস নিশ্চিত।