ধৈর্যে মেলে সফলতা
রাখলে মনে জোর,
খুশির আলো ছড়াবে যে
নতুন দিনের ভোর।
রাতের আঁধার কাটলে যেমন
রবির আলো পাই,
ধৈর্য ধরলে উন্নতি লাভ
হতেই হবে ভাই।
অপেক্ষার ফল মিঠে হয়
জ্ঞানীর বাণী রয়,
কঠিণ কাজকে সহজ করতে
ধৈর্যে আনে জয়।
সঠিক দিশায় চলতে সদা
লক্ষ্যটা চাই ঠিক,
লক্ষ্যভ্রষ্টে সকল নষ্ট
বলবে সবে ধিক্।
ধৈর্য রেখে যারাই করে
সাধে আপন কাজ,
ভাগ্যলক্ষ্মীর প্রসাদ লাভে
পরে যশের তাজ।