ফুলের মধ্যে গুটিসুটি দিয়ে আছে
মৃত্যু পোকা
ভীষন অবাক করা এই যাপন
টুকরো কথায় অজস্র
হার জিতের খেলা
এখন সেসব ভুলে
নীল পাখির রং পান করি রোজ
শুধুমাত্র
সন্ধ্যা গুলোকে রাত না হতে দেওেয়ার জন্য
তবুও
বাইরের ঝাঁঝালো গন্ধে
ভেতরের শব্দগুলো
ঘুমিয়ে থাকে
সুর হয়না
গিটারের পাঁজরে ধূলো-নদী