আমাদের মধ্যে সবুজ বাতাস হেঁটে যায় না
পুষ্ট হচ্ছে একটা গুমোট ঘর
যার দেওয়াল জুড়ে
মৃত্যুর চোখ মুখ হাত পা
খেলা করতে থাকে
একটা একটা করে
অগুনতি চারাগাছ মেরে
কসাই হয়েছি কবেই
এখন
পাথর দিয়ে
কলিজায় আঘাত করলে
রক্ত বেরোয় না
আগুন শুধু
তুমি নাকি ঈশ্বর
মৃত্যুর শরীরের টুকরোগুলো অসহ্য লাগছে
এবার অন্তিম সংস্কার হোক
কলিজাটা নড়ে উঠুক