পরস্পর জন্মদীপ ,
বহু দ্বিপদ জীবনের মেদ জ্বালিয়েও
হামাগুড়ি তৃষ্ণার নাবালক নদী হয়েই রইলো ।
অথচ আমারই শৈশব বয়সী চিনার চারা
যাবতীয় যুদ্ধাস্ত্রকে মাছির বাতাস দিয়ে
ভুস্বর্গের হেরিটেজ বৃক্ষবাড়ি হয়ে গেলো ।
শিশু নক্ষত্রের আনন্দ দৃষ্টিতে মুগ্ধ হতে হতে
মিশকালো মেঘের বৃন্তে আটকে রইলো
আবিশ্ব শুভ্র বকের যৌবন ।
দুপুরের আইসক্যান্ডি কাঁধে চড়ে
বাংলার গ্রামীণ গৃহস্থ গ্রীষ্ম ,
কুলীন ক্রিমের মন্ত্রে মজে হলো
বোষ্টনের বসন্ত বরফ !
শুধু আমিই বিকেল বিদ্ধ ,
‘শব্দ সহবাস’ শব্দবন্ধ লিখে
নিজেকে নিজেই
প্রমত্ত প্রতারক করেই চলেছি ।
বিশুদ্ধ শব্দ সংগম শয্যার ছোঁয়া
আজও পেলাম কই !