দোজখের হাঁ-য়ের নেইকো কোনো জুড়ি!
সেথায় সুবাসের জমাটি সংলাপে
মাতলামো যেন প্রাণ-সখা, মহামারী|
কিংকর্তব্যবিমূঢ়তা সুরা ও সাকিতে মজে
আঁতিপাঁতি খোঁজে বিনোদন-রামধনূ |
বুড়ো আঙুল প্রর্দশনে সামাজিক তমসায়
কত না আহ্লাদে সময়টা ভারী মাতাল !
ম ম ম-কারন্তক পিচ্ছিল সড়কে
পৃথিবীটা তখন আমুদে এবং আনাড়ি!
নামতে নামতে রসাতলের ঘন আলিঙ্গনে
অভাজনের চোখের পাতা নেশায় রঙ্-বাহারী|
নামে তীব্র ধস ঢাল বেয়ে অতলতলে,
তলে তলে জহান্নমের খোলা সিংহদ্বার,
চেটেপুটে রসাস্বাদনে দিল খুস্ দিলবাহার!
নরকের অত্ত বড় হাঁ-য়ের লালার মোহে
চমৎকারে ভালবাসি অশ্লীল অনাচার,
বিলাস-বজরায় পাপের সম্ভারে অমৃতের ছড়াছড়ি
হাঁ জনাব, বাঁচবার জন্য ওটাই জীবন-সওয়ারী!