শুধুই রাজনগর নয়
মহানগরের কংক্রিটের ভেতরও
গোলা-বারুদের আধিপত্য ছড়িয়ে পড়ছে
সীমান্ত পেরিয়ে উজানের দিকে ওঠে আসছে
তারই অবিরল ঢেউ প্রতিদিন
শহুরে ঝলমলে আলোর পাশে এভাবেই
ঝুলে আছে নাগরিক জীবন
গাঢ় অন্ধকারে সমস্ত জনপদ ঢেকে গেলে
সংসারের নকশি কাঁথায় জড়ায়
চেনা মুখের অচেনা মানুষ
আর ওই যে বহুতল তার গর্ভগৃহে জমা হয় চুপকথা
এভাবেই অন্ধকার ঘেঁটে ঘেঁটে আলোয় ফেরে
সংকেত ভাষা ও জেহাদি-অক্ষর
সময় ভেঙে ভেঙে বাইরে বেরিয়ে এসে
দেখে নাও কিভাবে মুখোমুখি হয়
পথিক ও বিপথিক
কথায় কথায় কি ভাবে দোল খায় দেখে নাও
দরাজ হাওয়া ও হাওয়া দোলনা
আর কেঁপে কেঁপে ওঠে শহুরে ঘর বাড়ি ।