আছাড়ি পিছাড়ি ঢেউ সৈকত জুড়ে
আকাশের সঙ্গম মেঘের মিনারে।
ভোরের বাতাসে বুঝি জাগে হিল্লোল,
সার বেঁধে আসে লাল কাঁকড়ার দল।
বালি খোঁড়া আস্তানা ডিম রাখে পেড়ে,
আছাড়ি পিছাড়ি ঢেউ সৈকত জুড়ে।
ডিম পেড়ে ফিরে যায় কাঁকড়ার দল,
পরিযায়ী আসে ডিম পাড়তে কেবল।
কখনো কখনো রোদ পোহানোর ছলে
সৈকতে এসে পড়ে অলিভ রিডলে!
উথালি পাথালি ঢেউ সৈকত জুড়ে,
বর্ষাবিধৌত রোদ আসে মেঘ ফুঁড়ে।
ধূসর বিষাদে মাপা গোধূলির বেলা,
আলো আর আঁধারের লুকোচুরি খেলা।
আঁধার নামলে সাঁঝে আলোক ফুরায়,
নৈশবাতাস জাগে প্রহরীর ন্যায়।
সৈকতে রাত জাগা পাখি আসে উড়ে,
বিষাদের ছায়া নামে চরাচর জুড়ে।