দূষণ দুনিয়া ছেড়ে দূরে যেতে চাই,
যদি পাখি তোর মত একজোড়া
ডানা আমি পাই।
ছোট্ট সে ডানা দুটি মেলে উড়ে উড়ে
দূরে দূরে চলে যেতে চাই!
যেখানে সবুজে সবুজময়
মাঠ ঘাট,নদী প্রান্তর,
শ্যামল আঁচল ঢাকা দূর-দূরান্তর।
কুয়াশার রুপালি ওড়না ছিঁড়ে ধরা দেয়
সোনালী-সকাল,
রাই-সরিষা ক্ষেত হলুদ হলুদ ফুলে
সাজান বিকাল।
যেখানে ভোরের বাতাস ফেরে,
নলেনের গন্ধ মেখে গায়,
পাখির সুরেলা সুরে ঘুম ভেঙে যায়!
কুল কুল কুল ধ্বনি,নদী গায় গান,
ঝর ঝর ঝর্না ঝরে মাতোয়ারা প্রাণ!
বিকেল ফুরিয়ে আসে সন্ধ্যা নামে ধীরে,
জোনাকিরা দ্বীপ জ্বালে নদীর ওপারে।
মেঘের আড়ালে চাঁদ লুকোচুরি খেলে
অন্ধকার নামে তার কালো ডানা মেলে!
অরণ্য পাহাড় কিংবা মেঘের দেশে,
উড়ে উড়ে দূরে দূরে চলে যেতে চাই,
যদি পাখি তোর মত একজোড়া
ডানা আমি পাই!
যেখানে বিভেদ বিদ্বেষ নেই,
হানাহানির খবর নিয়ে রক্ত-রাঙানো হাতে
আসেনা প্রভাত,
বুভুক্ষু মানুষের নেই দীর্ঘশ্বাস,
রাজনীতি নোনা জলে ভাসে নাকো
মানুষের লাশ,
তাড়া করে ফেরেনা সন্ত্রাস!
যেখানে প্রতিটি শিশুর বুক ভরে নাকো
বিষাক্ত বাতাস,
মাথার উপরে ভাসে উন্মুক্ত আকাশ,
দষণ দুনিয়া ছেড়ে সেখানেই চলে যেতে চাই।
যেখানে মুখোশ নেই, মুখ আছে,
দুঃখ নেই, সুখ আছে,
আছে প্রেম, আছে ভালোবাসা,
আছে শান্তি অনন্ত বিশ্বাস,
দূষণ দুনিয়া ছেড়ে উড়ে উড়ে দূরে দূরে
সেখানেই চলে যেতে চাই।