আকাশের কাছে ফাঁস করে দেব সব,
ভেবেছি যে কতোবার, হয়নিকো বলা
চলেছি কেবল অনিমেষ পথ চলা।
তারাদের দেশে যাবার কথাতো ছিলো
মনে হল তারা আলোকবর্ষ দূর–
তোমাদের কানে গম্ভীর চুপে বলি,
সে ছিলো আমার বিপ্লবী বন্ধুর,
নয় কোনো শোক প্রস্তাবনার চিঠি–
মৃতের মিছিলে স্তব্ধ চোখের জল —
যুগের ওপারে নগ্ন যুগান্তর!
মেহনতি হাত,বুকেতে স্বপ্ন জাগে,
আকাশের তারা চন্দ্রবিন্দু দূর–
বাতাসেতে ভাসে হাভাতের নিশ্বাস,
শেখানো বুলির শব্দরা সুমধুর!
পাই বা না পাই শৃঙ্খল যাবে ভেঙে
মুক্ত আমরা স্বপ্নের রাত ভোর–
কিছুকি পেলাম সব হারিয়েছি বলে
শৃঙ্খল -বেড়ি, রাতকানা মজদূর!!
হয়তো আবার হারানো দিনের মতো
পার হয়ে যাব সীমাহীন এ আঁধার
সংগ্রামী কালো রাত ভোর হবে বুঝি
দেখা মিলবেই মুক্তি আলোক রথ।