দুষ্টু রাজার দুষ্টু গরু
দুষ্টুমিতেই দিন শুরু
স্বভাব চরিত্র ওদের জঘন্য
থালায় সাজিয়ে দিতে চেয়েছিলাম ওদের সুস্বাদু অন্ন
মেধা তাদের অতীব চতুর,অপরাধের দৃষ্টিতে আজ হচ্ছি প্রতিপন্ন
দুষ্টু গোয়াল মিষ্টি চোয়াল হচ্ছে সদা বেখেয়াল
আমার আমিতে দিচ্ছে না সারা,ভাঙছে এই রাজার দেয়াল
শুনছে না কথা,দিচ্ছে ব্যথা,সামনে দাঁড়িয়ে বিপদের নদী
দুষ্টুরা সব আসছে ধেয়ে, নিচ্ছে কেড়ে আমার গদি
গদিতে আমার নেই যে কিছুই, দেখনা টেনে নিতে পারিস যদি
শূন্য থেকেই করেছিলাম শুরু, শূন্যটাই হোক নিরবধি
কেন দেখাচ্ছিস তোরা আমায় ভয়, আমি যে এখন অসহায়
দেখছিস তো সব চোর চিটিংবাজদের নিয়ে সংসার চালাতে হয়
আগে ভেবেছিলাম ওরা একটু-আধটু দুষ্টু
এখন দেখি নোংরামিতে ওরা বেশ অষ্টপুষ্ট
করেছে খুন, ধর্ষণ, রাহাজানি
কি করে বলতো ওদের আর সহকর্মী বলে মানে?
যত সব কুলাঙ্গার গুলো জুটেছে আমার কপালে
সব মন্ত্রিত্বগুলো এখন খোয়াতে হবে এই অকালে
ধুত্তরি ভালো লাগেনা আর, কেন যে রাজনীতি করতে আসলাম
বিপাকে পড়েছি আমি, এখন সততাটাও ডোবালাম।