সমাজ সংসারের মুখের সামনে
মাটির ভাঁড়ে ঘন মালাই চা ধরলাম।
কি ভীষণ আগুন বর্ণের ধোঁয়া…
আমার সামনে( তারা ধরে)
শালপাতায় কঙ্কাল
সত্যের কঙ্কাল
-উপোসি
গোছানো ঘরগুলো ক্ষনেই
এলোমেলো হয়ে যায়
মন-ঘর গোছানোর সময় কই?
কলম ধরে বসে থাকি
কয়েক জন্ম
প্লেটের কান্না শুনে
(আমার)কলমের সুর ছড়ানোর আগেই
স্বর নষ্ট হয়
উপোস ভাঙেনা