ঝড় বৃষ্টির ভাঙচুরময়তার অদ্ভুত ঘোরের ভেতর
হেঁটে যেতে যেতে আমাদের সব গল্পকথা শেষ হলো
এবার ফিরে যাবো ছাদে
যেখানে জেগে আছে অসংখ্য কবিতা পালক
জেগে আছে অনন্ত জীবন…
জীবন মানে নিঃশ্বাস প্রশ্বাস,নীল আকাশ
বাতাসের মৃদুমন্দ রোমাঞ্চ,পাখিদের উড়োউড়ি
খালি গলায় গান,ঋতু পার্বণের উৎসব
দম নেবার অফুরান অবসর মুহুর্ত
আর ইকেবানা বিরল বনসাই যাপন
আহা কি আশ্চর্য্য বলতো!
এই যে বেঁচে আছি আমরা
বুক ভরে শুধুই কি নিঃশ্বাস নিয়েই আছি ?
বিশ্বাস নিয়েও তো আছি !
বিশ্বাস মানে আমাদের এই জন্ম ও জীবন
আর বেঁচে থাকা জীবনের নিভৃত বাইলেন
আর বিশ্বাসহীনতা মানে মৃত্যু…
বিশ্বাসহীন চলে যাওয়া থেকে বরং এসো,
যতক্ষণ পারি আমরা পাশাপাশি ও মুখোমুখি
দাঁড়াই আমাদের অন্তর্গত আকাঙ্খার কাছে
আর আমাদের উজ্বল সম্ভাবনাময় মুহুর্তগুলোর
দু’মুঠো ধরে রাখি আমরা দীর্ঘমেয়াদী
এসো,প্রথাবিরোধী জীবনের আলাপচারিতায়
ভীষণ মেতে উঠি আমরা
আর আমাদের উপকথা ঘিরে জমে উঠুক
আত্মবিশ্বাসী দু’চোখের দু’ফোটা জলের কবিতা ।