দুনিয়ার এই রঙ্গমঞ্চে
কুশীলব যে আমরা সব,
কান্নাহাসির পালায় মেতে
মোহের ঘোরে করছি রব।
জীবন সেতো ক্ষণকালের
ভবের মেলায় স্বল্প ক্ষণ,
কিছু মানুষ বুঝে কি তা
স্বার্থ নিয়েই মগ্ন মন।
ছলকপটে মিছরি কথায়
নেয় যে লুটে পরের ধন
রঙ তামাশার কত নাটক
দেখায় নিত্য মানুষ জন।
অহংবোধে গড়ছে চিত্ত
টাকাকড়ি দালান ঘর,
যাবার বেলা থাকবে পড়ে
আপনজনাও হবে পর।
শেষের দিনে একলা যাবো
ফুলের মালায় শ্মশান ঘর,
এসো সবাই,সুকাজ করে
কীর্তি রাখি ধরার ‘পর।