তোমার আমার মাঝখানে একটি দীর্ঘ নদী
নদীতে বয়ে যাচ্ছে ঢেউ স্রোত,
টলটলে জল,জলের আর্দ্রতা
বয়ে যাচ্ছে ছুটে যাওয়া স্রোতের মতো সময়ও
আড়ালে সিঁড়ি ভাঙছে অচেনা অসংখ্য পা
ছড়িয়ে যাচ্ছে তুমুল শব্দ,শব্দ ভেদ করে
যাপনের অক্ষর,অক্ষর ভেদ করে স্বপ্ন
স্বপ্নে জেগে উঠছে ঘর ও বাড়ি…
এই ঘর ও বাড়ির ভিতর কিছু সুখ-দুঃখ,
কিছু জল ভাঙা ঢেউ,কিছু ভালো
ও কিছু মন্দ লাগা প্রিয় উচ্চারণ আর
এই সব কিছু মিলে মিশে জীবনের যে উৎস মুখ
তাকে ভেদ করে জেগে উঠছে দুই চোখ…
দু’চোখের নীল সমুদ্র ঘিরে জন্ম ও জীবনের
এক একটি কবিতার অপার বিস্ময়
দু’চোখের পাতায় অন্ধ মায়া, দীর্ঘ স্মৃতি
যা শিল্প – সুষমার মতো মুগ্ধতা ছড়ায় সারাক্ষণ
তোমার আমার মাঝখানে একটি দীর্ঘ নদী
আজও ঠিক একই ভাবে শুয়ে আছে
দুই পারে তার জেগে আছে দু’দুটি আনঘর
আর আমাদের প্রিয় দু’টি মুখ মুখোমুখি ।