বনের নির্জীব প্রাণীর ভিতরের কথা
তুমি জানতে পারনা।
সুদূর আকাশে নীহারিকার মাঝে
শতসহস্র মেঘের মালা,
তপ্ত ভানুর জন্মতরের কথা
তুমি বুঝতে পার না।
শুধু অসহায় একটি জীবনকে নিয়ে
যত জল্পনা কল্পনা,
যে জীবন করছে ছটফট,
মুক্তির প্রতীক্ষায়…
যে জীবন জানতে চায় না
তার পুরনো ইতিহাস
তবু বেহায়ার মত করে যাও
সেই অভিশপ্ত জীবনের সমালোচনা।
জীবন সাগর শুকিয়ে
কখন মরুময় হয়ে গেছে
তবু কেন বার বার সেই
মরীচিকার পিছে ঘুরে মর।
যৌবনের উন্মত্ত ঘোড়ার লাগাম
জানিনা শুরুতেই কখন গেছে ছিঁড়ে।
বল্গাবিহীন বাউরা ঘোটক আমি
তাই আমি আর চাইনা
তোমার শুষ্ক মালা
অথবা দুঃসহ দাগা।