আমি চেয়েছি দীপালোকে আলোকিত হোক
আমাদের অন্ধকারময় জীবন।
দীপ জ্বালাই সন্ধ্যায়, চাই আলোকবন্যা আর-
তাতেই ভেসে যাই চাই দিগন্তে।
গোবাক্ষে দেখি তোমার মুখ,
এক আকাশ অনন্ত প্রত্যাশা,
সুখের সন্ধ্যানে ব্যাপিত জীবন – অসহনীয় যন্ত্রনা…
তুমি ভালোবাসি বলে হও দিগম্বর
মিলনের আকাঙ্খায় বিলিয়ে দাও স্বত্বা
এই মিলন স্বপনই আনে শূন্যতার বিভাজন,
গহনে এতো যে পরিবর্তন, এতো দ্রোহ, এতো প্রহসন
সব কিছুই অসার, নিরালম্ব, ভারসাম্যহীন।
এতো অস্থায়ী তাঁবু, অস্থায়ী বাস, আমার কাছে উপহাস
ভ্রাম্যমান দিশাহীন দুহাত মিলিয়ে গ্রহণ , অপহরণ।
নিশীতে যদি ভাঙে ঘুম বুকে হাত রেখে অনুভব করো
সবই মায়ার ছলন, অপরিনাম দুর্বার খেলার ঘুটিমাত্র
যদি প্রশ্ন করো ফলাফল – মহাজাগতিক মহাশূন্য।