পূজোর ক’দিন কাটলো দারুণ
খুশির আমেজ নিয়ে,
মায়ের পায়ের ধূলো পেয়ে তাই
আনন্দে ভরে হিয়ে।
হৃদয় মাঝারে জননী তোমার
আসন রেখেছি পেতে,
ভেদ ভাব ভুলে তাইতো সকলে
খুশিতে উঠেছি মেতে।
তুমি এলে মাগো দুখ ব্যথা সব
নিমেষে মিলায়ে যায়,
পরাণে পরাণে একতার সাথে
মিলনের গীতি গায়।
কুসুমিত মনে ফুল্ল আননে
পূজোয় কেটেছে বেশ,
জাতপাত ভেদ ছিল বহুদূর
আনন্দ রাখে রেশ।
সারাটি বছর সবাই যেন মা
এমনি খুশির রবে,
হাতে রেখে হাত চলতে পারে গো
দিস মা আশিস সবে।