আকাঙ্ক্ষায় পুড়ে যায় দিগভ্রান্ত নক্ষত্রের বর্তমান কাল-
যুবতী নায়িকা খোঁজে জীবন যুদ্ধে এক বিশ্বস্ত নৌকার হাল।
হেরে যাওয়া জীবনের ছেঁড়া তার বারবার হয় বেসামাল,
আকাশের কোল থেকে খসে পড়ে নায়িকার অপূর্ণ সকাল।
একাকী যুবতী চাঁদ দেখে তার চারপাশে ঊর্ণনাভ জাল,
মুক্তির পথ পায় যন্ত্রণার ওড়নায় ঝুলন্ত সকাল।
রূপালী জগৎ তবু হাতছানি দেয় বলে ছাড়িসনে হাল,
প্রেমিকার শেষ আর্তি শূন্যতায় ভরে দেয় অন্ধকার কাল।
পথ নেই পালাবার মিথ্যাচার থাকে চিরকাল,
বারবার ফিরে আসে সত্যি প্রেমিক নয় বিভৎস কঙ্কাল।
প্রেম নয় ভালোবাসা নয় থাকে শুধু লোভাতুর কামনার জাল,
সংঘাত অভিমান হতাশায় পুড়ে যায় কতো কার বিবর্ণ সকাল।
আবেগের রুদ্ধদ্বারে মাথা খোঁড়ে বিরহী বিকাল,
সাঁঝ তারা মাঝ আকাশে কার আশে জেগে থাকে অনন্তকাল!
প্রেম নয় ভালোবাসা নয় আরও কিছু অসহ্য প্রত্যাশার লাল,
কাঁটা আছে বিষ আছে তবু প্রেমে মগ্ন হয় বেসামাল বর্তমান কাল।।