চোখে সর্ষেফুলের অক্লান্ত মিছিলে হেঁটে হেঁটেও
সংগ্রামে নাকাল নয় মন ও মনন…,
মনের সাথে মননের দীর্ঘ বোঝাপড়ায়
কতটুকু ফাঁক গলে প্রস্তুত ফণা,
গনগনে আঁচে ঘোরাঘুরি করে হয় নি এবারও জানা।
রাজপথে ব্যর্থ অকথ্য ব্যথিত ঘুরপাকে ঘুরপাকে
শক্তিক্ষয়ের হিসেবেও নানান দেদার গরমিল,
যৌবনের কান্না শুনতে শুনতে শুনতে এখনো
ঘুমিয়ে পরাক্রমের অশান্ত দিল।
নেশাতুর হলকর্ষণে সর্ষেফুলের রমরমা ফলনে
আগুনের সতত অভাব-অনটন,
অনটনের সেই অভাবী রথে এবার আসুক ফিরে দিশা,
ঐঐ দিশাতেই সারথীর কাছে পথে পথে সুরম্য রথে
ফুলের মুক্ত সুবাসে শ্রীচরণ পাবে মুক্তকচ্ছ ভাষা…।