ওদিকে ঐশ্বর্য,
ওদিকে যশ খ্যাতি,
ওদিকে সম্মান।
ওদিকে গণতন্ত্র,
বাক স্বাধীনতা,
ওদিকে মুক্তচিন্তা,
মানবাধিকার,
ওদিকে সুস্থতা,
সমতা,
ওদিকে সুন্দর,
ওদিকে সততা।
ওদিকে নিশ্চিতি,
নিরাপত্তা,
ওদিকে যুক্তিবাদ,
ওদিকে জীবন।
এদিকে দারিদ্র,
এদিকে দুষণ,
দুঃশাসন,
এদিকে সন্ত্রাস,
এদিকে নির্যাতন,
এদিকে মিথ্যে,
ধর্মান্ধতা,
জড়বুদ্ধি।
এদিকে পশ্চাৎপদতা,
পরাধীনতা,
এদিকে বৈষম্য
এদিকে আতংক,
অনিশ্চয়তা,
মৃত্যু।
আমি কোনদিকে যাবো?
জগত বলছে ওদিকে যাও, বাঁচো,
ওদিকে সহমর্মিতা, স্বর্ণপদক,
এদিকে অবজ্ঞা, এদিকে অপমান।
আমি এদিকটাকেই বেছে নিলাম।