যে সম্পর্কটাই অবৈধ, তাতে কিসের দায়বদ্ধতা !
সেখানে প্রতিশ্রুতি মিথ্যা মুখের কথা ,
ঠিক যেমন শীতের ঝরা পাতা ,
পদতলে হয় পিষ্ট ।
একে অপরকে লেখা চিঠিতে ভর্তি খাতা ,
কিন্তু কোনটাই নয় আবেগ দ্বারা সৃষ্ট ।
এই সম্পর্ক যৌবনের তাড়না কেবল ।
তাই পরিণতি পায় না, স্মৃতিই সম্বল ।
তবে এই রূপ প্রথম প্রেম , ভোলা যায় না সহজে ।
ভবিষ্যতে যখন মন, ভালোবাসার আসল মানে বোঝে ,
এবং সেই মানুষটিকে খোঁজে ,
তখন সে অন্য কারোর সঙ্গী বা সঙ্গিনী ।
না আর আশা নেই, মিলবে না কোনদিনই ।
সত্যি কারের ভালোবাসা দায়িত্ববোধে বাঁধা ।
আর দায় হীন জীবনে সবই গোলক ধাঁধা ।