পলাশের ডালে দাউ দাউ জ্বলে, ঝলসায় প্রাণ মন,
রঙের মাতনে উতলা শিমুল পলাশ যে উচাটন!
জীবন্ত চিতা! জ্বলে ওঠে বুক, হোলিকার অভিমানে,
পরুষ পুরুষ বজ্র কঠিন অহংকারের টানে।
দাউ দাউ জ্বলে হোলিকা রমণী একেবারে নিঃশেষ,
যত কিছু ব্যথা বুক ভরা কথা এতটুকু নাই রেশ ।
হোলিকা দহনে পাবক মিলনে মৃত্যুর বিভীষিকা ,
ক্রোধ-লোভ-ভয়, জয়-পরাজয় গ্রাসে লেলিহান শিখা।
অশুভ, অশুচি, হিংসার জ্বালা ছাই হয়ে যায় পুড়ে,
দহন জ্বালায় বরণের মালা ভষ্মের সাথে উড়ে।
হোলিকা দহনে আকাশ বাতাস উজ্জ্বল উচ্ছ্বাসে,
পলাশের রঙে ফাগের গুলালে আবিরে আতরে ভাসে।